ক্রমাগত কাশি

চিকিৎসকের সঙ্গে কখন সাক্ষাৎ করতে হয়

একটা লাগাতার কাশির জন্য দরকার উপযুক্ত চিকিৎসা মনোযোগ, যেহেতু এটা গভীরতর কোন
একটা সমস্যার ইঙ্গিতবাহী হতে পারে| একজন চিকিৎসকের সঙ্গে আলোচনা করা জরুরী, যদি
 আপনার কাশির সঙ্গে রক্ত বের হয়|
 ক্রমাগত কাশির জন্য আপনার ঘুমের ব্যাঘাত হয়|
 আপনার খুব বেশী জ্বর হতে থাকে|
 আপনার সহগামী লক্ষণ, যেমন শ্বাসকষ্ট, নিঃশ্বাসে সাঁ সাঁ শব্দ বা গলা ভেঙ্গে যায়|
 ব্যায়াম/ডায়েটিং না করা সত্ত্বেও আপনার ওজন কমতে থাকে|
 কাশির ফলে আপনার বুক ব্যাথা করে|
 কাশি আপনার স্কুল বা কাজকর্মকে প্রভাবিত করে|

Please Select Your Preferred Language