ক্রমাগত কাশি

বিষয়

কাশি হল শ্বাসনালী এবং ফুসফুসে থাকা কোন বিরক্তিকর পদার্থ এবং/বা নিঃসরণ সরিয়ে পরিস্কার করার জন্যে শরীর গৃহীত একটা উপায়| মাঝে মাঝে কাশি হওয়ার ব্যাপারটিকে বোঝা যায় এবং সেটা স্বাভাবিক| একটা লাগাতার বা দীর্ঘস্থায়ী কাশি, যদিও, অন্য কোন রোগের লক্ষণ হতে পারে| তাহলে, একটা লেগে থাকা কাশি এবং স্বাভাবিক কাশির মধ্যে পার্থক্য কি? একটা লেগে থাকা কাশি, হচ্ছে একটা সেইরকমের কাশি যা বেশ কিছু সপ্তাহ, সাধারণত
প্রাপ্তবয়স্কদের মধ্যে আট সপ্তাহ এবং ছোটদের মধ্যে এক মাস, অর্থাৎ চার সপ্তাহ ধরে চলতে
থাকে| লাগাতার কাশি হওয়ার কারণগুলির কয়েকটি হচ্ছে ধূমপান, ব্রঙ্কাইটিস, হাঁপানি, সিওপিডি
এবং শ্বাসনালীতে সংক্রমণ| যদিও, সেখানে চিন্তা করার কোন দরকার নেই, যেহেতু সঠিক
রোগনির্ণয় এবং চিকিৎসা করালে, এটা সহজেই সামলানো যায়|

For more information on the use of Inhalers, click here

Please Select Your Preferred Language