অনুপ্রেরণা

ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন !

একটা মাত্র হাঁচি দিয়ে এটা একদিন শুরু হয়েছিল| অবশ্যই, একটা হাঁচি আপনার জীবন পরিবর্তন করতে পারে না| কিন্তু এক সারিতে ১৫-২০ মিনিট ধরে হাঁচি দেওয়া সেটা পারে| আর যদি সেটা আপনি অবসন্ন না হওয়া অবধি স্থায়ী হয়, আপনার জীবন আবার আগের মতন হবে না|

শুরুতে আমি ভেবেছিলাম যে এটা সাধারণ একটা ঠান্ডা লাগার ব্যাপার| কিন্তু তখন, হাঁচি সারা দিন ধরে স্থায়ী হয়ে থাকছিল| প্রথম প্রথম, প্রত্যেকবার যখন আমি কথাবার্ত্তা চলার মাঝে হাঁচতাম, আমার বন্ধু ও পরিবারের লোকেরা ঠাট্টা করে আমাকে অশুভ ভাগ্যের অগ্রদূত বলে মজা করতেন|

এমনকী আমিও কিছুক্ষণের জন্য এই নিয়ে হাসাহাসি করতাম| কিন্তু তখন, আমি মজা করা থামালাম| কুসংস্কার অনেক গভীরে ছিল এবং আমার হাঁচি অনেকবার করে হয়ে চলেছিল| মনহুউস এর মত শব্দ, প্রত্যেকবার আমার কানে এসে বিঁধছিল| মনহুউস এর মত শব্দ, আমার কানে বিঁধত সব সময়ে|

আর এটা আমাকে আহত করত, যতটা না করত আমার বুক, ক্রমাগত হাঁচি দিতে থেকে| আমি কখনও ভাবিনি যে হাঁচিও কোন অসুখের অঙ্গ হতে পারে| সবসময়ে আমার নাক দিয়ে জল গড়াত আর চোখ জলে ভরে থাকত| সবশেষে, আমি একজন ডাক্তারের গেলাম যিনি আমাকে বুঝিয়ে বললেন যে আমার অবস্থাটিকে বলে এলার্জিক রাইনাইটিস| আমার ভিতরের সত্য প্রকাশিত হতে প্রথমে আমি ভয় পেয়ে গেলাম| আমি চিকিৎসা ও ওষুধ নিতে শুরু করলাম| ধীরে ধীরে আমার জীবন স্বাভাবিক হতে লাগল| আর আজকে আমার এলার্জিক রাইনাইটিস সম্পূর্ণ নিয়ন্ত্রণে|

আমি কখনও ভাগ্যে বিশ্বাস করিনি, বিশেষ করে 'মনহুশ' হিসাবে| কিন্তু আমি মনে করি এটা ছিল আমার সৌভাগ্য যে আমার ঐ অবস্থাতে সঠিক রোগনির্ণয় করতে আমার ডাক্তার আমাকে সাহায্য করেছিলেন| আমি আশা করি আমার মত অবস্থা নিয়ে অন্যেরাও এরকম করবেন| আর আমার মত, তারাও একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন; যাতে হাঁচির বদলে তাদের মুখে থাকবে স্মিত হাসি|

Please Select Your Preferred Language